
আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিশুর আন্তর্জাতিক বিমানবন্দরে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। বুধবার এডেন আদ্দে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের ইমিগ্রেশন প্রধান আরতান মোহামেদ।
হেলিকপ্টারটি উগান্ডার বিমান বাহিনীর মালিকানাধীন হলেও আফ্রিকান ইউনিয়ন সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলাইজেশন মিশন ইন সোমালিয়া (এইউএসএসওএম) দ্বারা পরিচালিত হচ্ছিল। হেলিকপ্টারটি লোয়ার শাবেলে অঞ্চলের বালেদোগলে এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করেছিল এবং এতে মোট আটজন আরোহী ছিলেন।
উগান্ডার সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় তিনজন আরোহী বেঁচে গেছেন। স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়। বেঁচে যাওয়া ব্যক্তিদের এইউএসএসওএম-এর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি দ্রুত নিচে পড়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। বিমানবন্দরের পাশেই বসবাসকারী আব্দিরাহিম আলী বলেন, ‘আমি একটি বিশাল বিস্ফোরণ দেখি এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে।’ আরেক বিমান কর্মকর্তা ওমর ফারাহ বার্তা সংস্থা এপিকে বলেন, ‘আমি হেলিকপ্টারটিকে ঘুরতে দেখেছি, তারপর সেটা দ্রুত নিচে পড়ে যায়।’
দুর্ঘটনার কারণে কিছুক্ষণ বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব হয়, তবে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক আহমেদ মাকালিন হাসান জানিয়েছেন, বর্তমানে অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ‘রানওয়ে পরিষ্কার এবং সম্পূর্ণরূপে সচল—যেকোনো ফ্লাইট স্বাভাবিকভাবে ওঠানামা করতে পারবে।’
সোমালিয়ায় ‘এইউএসএসওএম’ মিশনে উগান্ডা ও কেনিয়াসহ বিভিন্ন দেশের ১১ হাজারেরও বেশি সদস্য রয়েছে। এই শান্তিরক্ষা বাহিনী সোমালির সামরিক বাহিনীকে আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে। আল-শাবাব আল-কায়েদার সহযোগী একটি সশস্ত্র গোষ্ঠী, যারা সোমালিয়ায় সরকার উৎখাত করে নিজস্ব শাসন কায়েম করতে চায়।
এদিকে চলতি সপ্তাহে সোমালি সেনাবাহিনী মধ্য শাবেলে অঞ্চলে আল-শাবাবের একজন শীর্ষ নেতাকে হত্যা করেছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ৯:০০