ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

superadmin | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ - ০১:৩৬:৪৭ এএম

ডেস্কনিউজঃ কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাকে প্রত্যাখান করে গতকাল রাতে মশাল মিছিল করেছে জেলা বিএনপির একাংশ। 

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কমিটিতে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে আহবায়ক, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবককে যুগ্ম-আহবায়ক, সোহেল হোসনাইন কায়কোবাদকে সোহেলকে সদস্য সচিব এবং সাবেক সভাপতি তাসভীর উল ইসলামকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি অনুমোদন করা হয়।

কুড়িগ্রামে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি’র আহবায়ক মোস্তফাকে প্রত্যাখান করে মশাল মিছিল করেছে জেলা বিএনপির একাংশ। 

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০ টায় কুড়িগ্রাম শহরের সুজামের মোড় থেকে যুবদল নেতা আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়িতে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এ সময় নবগঠিত কমিটির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাকে বহিস্কারের দাবিতে নানা শ্লোগান তোলা হয় এবং আহবায়ক কমিটি থেকে তাকে বাতিলের দাবি তোলেন নেতা-কর্মীরা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতীয় নাগরিক, স্বরাস্ট্র মন্ত্রণালয়ে এবং নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে। এ অবস্থায় তাকে আহবায়ক করায় তৃণমূল বিএনপি নেতা- কর্মিদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

৯৩ সালে জাতীয়পার্টি থেকে বিএনপিতে যোগদানকারী মোস্তাফিজার রহমান মোস্তফা কুড়িগ্রাম জেলার সর্বত্র ”ইন্ডিয়ান মোস্তফা” নামে পরিচিত। ১৯৭৬ সালে তিনি বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ও কারাবরণ করেন। পরবর্তীতে তিনি কিভাবে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করলেন তা কেউ জানেনা। কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি প্রকাশের কয়েকদিন আগে লাগাতারভাবে জাতীয়,আঞ্চলিক ও স্থানীয় সংবাদমাধ্যম সমূহে এ ব্যাপারে অসংখ্য সংবাদ প্রকাশ পেয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সম্পর্কে তেমন কোন প্রতিক্রিয়া না থাকলেও সমগ্র জেলায় আহবায়ক সম্পর্কে ব্যাপক আলোচনা চলছে। এত গূঢ়তর অভিযোগ, এখনো তদন্ত চলমান, সেখানে মোস্তাফিজার রহমান মোস্তফার আহবায়ক পদলাভে সাধারণ জনমনে যেমন কৌতহল সৃষ্টি হয়েছে তেমনি বিএনপি দলীয় নেতা কর্মীরা চরম বিব্রত বোধ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

কিউটিভি/২৫.১২.২০২৪ খ্রিস্টাব্দ/ ১.১৮ এ এম।

▎সর্বশেষ

ad