ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

মাটিরাঙ্গা পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ০৮:৩৬:২০ পিএম
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল  পৌর বিএনপির   নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। বুধবার (২ জুলাই) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপি,র আয়োজনে পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম  কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার। 

সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল। স্বাগত বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নারায়ন ত্রিপুরা অনুষ্ঠানে । মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিনের সঞ্চালনায়  খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব, ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহেদুল হোসেন সুমন ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম বদি প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার আগামী নির্বাচনে আধুনিক খাগড়াছড়ির রূপকার ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, নির্বাচনকে সামনে রেখে ঘাপটি মেরে থাকা একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করে ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করতে হবে। গেল ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন তিনি।  

জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমালোচনা করে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের আড়ালে ষড়যন্ত্র লুকিয়ে আছে। একই সঙ্গে এই ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হতে পারে।

নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম উদ্বোধনের পরপরই খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার মাটিরাঙ্গা পৌর বিএনপির অধীন নয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকের হাতে ওয়ার্ড বিএনপির পুর্নাঙ্গ কমিটি হস্তান্তর করেন। এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,যুগ্মসম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, , মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন ও শাহ আলম ছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল, শ্রমিক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার  দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপন কর্মসূচির অংশহিসেবে একটি গাছের চারা রোপন করেন এবং দলীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরন করেন।

কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ৮:৩০
▎সর্বশেষ

ad