
বিনোদন ডেস্ক : রোজা আহমেদের মেকআপ পেইজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ এ অসংখ্য ব্রাইডাল মেকআপের ভিডিও ও রিল দেখা যায়, যেখানে রোজা সাজিয়েছেন বিদ্যা সিনহা মিম, তানজিন তিশাসহ আরও অনেক তারকাদের।
দারুণ সাজে মোহনীয় করে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রীদের। রোজার পেইজে রিলস শেয়ার করা হয়েছে ২৬ ও ২৭ নভেম্বর। রোজার সঙ্গে তাহসানের ছবি ভাইরাল হলে সংবাদমাধ্যমে তাহসান বলেন, অন্তর্জালে ভাইরাল ছবিগুলো একটি ঘরোয়া আয়োজনে তোলা। এখনও বিয়ে হয়নি। বিয়ের কোনো আনুষ্ঠানিকতাও হয়নি।
আরও বলেন, বিয়ে প্রসঙ্গে বিস্তারিত তথ্য আজ শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জানাবো। এদিকে শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে হঠাৎই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তাহসানের কিছু ব্যক্তিগত ছবি। ওই ছবি দেখেই নেটিজেনরা অবাক বনে যান তাহসানের বিয়ের খবরে।
জানা যায়, পাত্রীর নাম রোজা আহমেদ। তিনি জনপ্রিয় মেকওভার আর্টিস্ট। একজন সফল উদ্যোক্তাও। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজিতে পড়াশোনার পর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বছর ধরে রোজা কাজ করছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে।
এছাড়া পড়াশোনা শেষ করার পর রোজা কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করে নিউ ইয়র্কের কুইন্সে ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। মেকওভার এডুকেটর হিসেবে কয়েক হাজার নারীকে প্রশিক্ষণও দিয়েছেন তিনি।
কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৮