হাসপাতাল ছাড়ছেন গোবিন্দ

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ - ০৯:২৩:৪৩ পিএম

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভিরপ্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে গোবিন্দকে।

সুনীতার ভাষায়, নবরাত্রির প্রথম দিন হওয়ায় গোবিন্দর নামে পূজা করেছি। এরপর হাসপাতালে গিয়েছি। আজ রাতে অথবা আগামীকাল ডিসচার্জ হবে গোবিন্দ। শারীরিকভাবে গোবিন্দ এখন সুস্থ আছেন।
 
মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজের লাইসেন্স করা রিভলবার থেকে পায়ে গুলিবিদ্ধ হন গোবিন্দ। প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করলে দ্রুত হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয় ৬০ বছর বয়সী অভিনেতাকে।
 
এ প্রসঙ্গে গোবিন্দের ম্যানেজার শশী সিনহা সংবাদমাধ্যমকে বলেন, কলকাতার একটি অনুষ্ঠানে অংশ নিতে ভোর ৬টার ফ্লাইট ধরতে বের হচ্ছিলেন গোবিন্দ। তখন ব্যক্তিগত রিভলবারটি আলমারিতে তুলে রাখতে গেলে তা মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে একটি গুলি বের হয়ে গোবিন্দর পায়ে লাগে।
 
হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তির পর হাঁটুর দুই ইঞ্চি নিচে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এরপর গুলিবিদ্ধ স্থানে সফল অস্ত্রোপচার করে গুলিটি বের করেন। এতে পায়ে ১০টি সেলাই পড়ে গোবিন্দর।

 

কিউটিভি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:১৮

▎সর্বশেষ

ad