
স্পোর্টস ডেস্ক : ডাবলিনে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান করেছিল পাকিস্তান। লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় আয়ারল্যান্ড। এরপর বোলিং ও ফিল্ডিংকেই দুষেছেন বাবর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর বলেন, ‘প্রথম ৬ ওভারে আমরা ভালো শুরু পাইনি। পিচে অসমান গতি ছিল, বাউন্সও ছিল। কিন্তু আমরা ভালো করে রিকভার করতে পেরেছি, সংগ্রহ পেয়েছিলাম ১৮২। যদিও মনে হয় পিচ ১৯০ রানের।’
বাবর যোগ করেন, ‘আমরা হেরেছি বোলিং ও ফিল্ডিংয়ের কারণে। সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। কয়েকটি বাজে সিদ্ধান্তও ম্যাচ হারাতে সাহায্য করেছে।’
পাকিস্তানের হারে শাদাব খান ৪ ওভারে দিয়েছেন ৫৪ রান। অবশ্য বাকিরা তুলনামূলক ভালোই করেছেন। শাহিন শাহ আফ্রিদি ২৬, ইমাদ ওয়াসিম ২৮, আব্বাস আফ্রিদি ৩৬ ও নাসিম শাহ ৩৭ রান দেন।
কিউটিভি/আয়শা/১১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৩০