ফরিদপুরের ভাঙ্গায় মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ - ০৫:৫৪:০৬ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে পৌর সদরের নওপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আফসার শেখ ওই এলাকার এদেন মাতবরের ছেলে। এদিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলায় প্রস্ততি নিচ্ছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে (১৪ সেপ্টেম্বর) নিহত আফসার শেখের নাতি সুমন ও ভাগনে নজরুল কাজীর ছেলে আবির বাড়ির পাশের বিলে গোসল করতে গিয়ে হাতাহাতি ও মারামারি করে। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বাড়িতে এসে সুমনকে আবারও মারপিট করে আবির। বিষয়টি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভাগনে নজরুল কাজী ও ভগ্নিপতি বিল্লাল কাজীর কাছে জানতে চান আফসার শেখ।

এর জের ধরে ভাগনে নজরুল কাজী ও ভগ্নিপতি বিল্লাল কাজীসহ তাদের লোকজন উত্তেজিত হয়ে বাড়ির সামনে রাস্তার ওপর হকিষ্টিক দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে হত্যা করে আফসার শেখকে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad