চট্টগ্রামে অবৈধ গ্যাস ফিলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১০

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ - ০৫:২৭:০৩ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের দক্ষিণ বৈলতলী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

দগ্ধরা হলেন: অবৈধ গুদামের মালিক মো. মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ লিটন (২৮), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০) ও মোহাম্মদ ছালে (৩৩)। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধভাবে বিভিন্ন কোম্পানির নামে গ্যাস বোতলজাত করতেন মাহবুব। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে গ্যাস ক্রস ফিলিংয়ের সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে। এতে গুদামে আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকরা দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার সাবের আহমদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে গ্যাস ক্রস ফিলিংয়ের সময়ই সিলিন্ডারের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।’
 
চট্টগ্রাম বিস্ফোরক অধিদফতরের সহকারী বিস্ফোরক পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন বলেন, ‘লাইসেন্স ছাড়া ঝুঁকিপূর্ণভাবে ক্রস ফিলিং করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:২২

▎সর্বশেষ

ad