
স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্রাফোর্ড, থিয়েটার অফ ড্রিম, এখন ভাঙা মঞ্চ। এখানে সবই আছে নেই কেবল প্রাণ চাঞ্চল্য। অথচ এমন হওয়ার কথা কিন্তু ছিলো না। এরিক টেন হ্যাগের অধীনে যতটা খারাপ অবস্থায় ছিলো ক্লাব, এর চেয়েও খারাপ হওয়া সম্ভব তা হয়তো স্বপ্নেও ভাবেননি রেড ডেভিল সমর্থকরা। কিন্তু বাস্তবতা বলছে রুবেন আমোরিমও ভাগ্য বদলাতে পারছে না ইউনাইটেডের। দশ মাস পেরিয়ে গেলেও এখনও দলটা গোছাতেই পারেননি তিনি।
সবশেষ নগর ডার্বিতে সিটিজেনদের সামনে অসহায় আত্মসমর্পণের পর, ম্যানচেস্টার ইউনাইটেড কোচ আমোরিমকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে চারদিকে। সমর্থকরাও তাদের আস্থা হারিয়ে ফেলতে শুরু করেছেন তাদের কোচের ওপর থেকে। বিবিসি’র দ্য ওয়েইন রুনি শো’তে ক্লাবের এই অবস্থা নিয়ে বেশ হতাশাই প্রকাশ করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ওয়েইন রুনি।
রুনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এবং খেলোয়াড়দের আমি সবসময়ই সমর্থন করি। কিন্তু ক্লাবটা এখন সেই অবস্থাতে নেই। আমরা কোনো উন্নতি দেখতে পাচ্ছিনা। আমাদের জন্য এটা ভয়ঙ্কর কষ্টের অনুভূতি। ডার্বির শেষ দিকে ম্যাচ চলছে, তখন দেখলাম দর্শকরা উঠে চলে যাচ্ছে। ইউনাইটেডের ইতিহাসে এমন কখনও হয়েছে বলে আমার মনে পড়ে না। আমার মনে হয় এটা কর্তৃপক্ষের জন্য একটা বার্তা, তারা আমোরিমের ওপর আর ভরসা করতে পারছে না।’
ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত ২৫ কোটি পাউন্ড খরচ করেছেন আমোরিম। ট্রান্সফার মার্কেটে এতো টাকা খরচ করেও কোনো ফল এনে দিতে পারেননি তিনি। গত মৌসুমে লিগে ১৫ নম্বরে ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। আজ থেকে ৩৫ বছর আগে শেষবার এতোটা পেছনে থেকে লিগ শেষ করেছিলো রেড ডেভিল। কিন্তু, এ মৌসুমের অবস্থা দেখে এখন আগেরটাকেই ভালো মনে হচ্ছে সবার। রুনির শঙ্কা, ১৯৭৩ সালের পর আবার না অবনমনের পথে হাঁটে প্রিয় ক্লাব।
সাবেক ম্যানইউ তারকা বলেন, ‘টেন হ্যাগকে সরিয়ে তাকে আনা হয়েছিলো বড় স্বপ্ন দেখিয়ে। বলা হয়েছিলো, সব বদলে যাবে ওল্ড ট্রাফোর্ডে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সব ছিলো কথার কথা। অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। আমার ভয় হচ্ছে, আমরা কি ৭৩-এ ফিরে যাচ্ছি?’
২০ তারিখ নিজেদের পরের ম্যাচে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।
আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:০৫