
ডেস্ক নিউজ : বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত আছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।শনিবার (১১ মে) মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও সমাবেশের বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জামায়াত অপশক্তি দীর্ঘ দশ বছর পর্যন্ত শেখ হাসিনা সরকারের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে। ধ্বংসের পথ বেছে নিয়েছে। তারিখের পর তারিখ দিয়েও সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি বিএনপি-জামায়াত। এসময় তিনি জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন তা শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানান।
এছাড়াও গাবতলী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত বেড়িবাঁধকে ফোর লেন করার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নামক দলটি ভারত জুজুর ভয় দেখাচ্ছে, ভারতের বিরুদ্ধে কথা বলছে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যখন এগিয়ে যাচ্ছি তখন তারা দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। নির্বাচনে তারা বিশ্বাস করে না, পেছনের দরজা দিয়ে আসতে চায়। নির্বাচনের একমাত্র মাধ্যম নির্বাচন, সে জন্য ৫ বছর অপেক্ষা করতে হবে। এছাড়া আর কোনোভাবে ক্ষমতায় আসার সুযোগ নেই। তারেক রহমান যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্বে আছে তারা ততদিন বিরোধী দলেও আসতে পারবে না। তাই আমার আহবান, তার নেতৃত্ব পরিহার করে নির্বাচনের পথে আসুন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, তাদের অজুহাত ভারত সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে, তাদের পণ্য বর্জন করতে হবে। তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। মুক্তিযুদ্ধে যারা আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিল, খাবার দিল তাদের বর্জন করে অর্জন করব কাকে? ভারতকে বর্জন করে যদি পাকিস্তানকে অর্জন করতে চান তাহলে মনে রাখবেন সাড়ে তিন হাত বাঁশের লাঠি নিয়ে ওদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব।
সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লী প্রমুখ।
কিউটিভি/আয়শা/১১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০২