
ডেস্ক নিউজ : দীর্ঘ ছয় মাসের বেশি সময় পর সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১ মে) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার (১৫ মে) অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে আগামী রোববার (১২ মে) দুপুর ১২টায় গুলশান চেয়ারপারসন অফিস সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সর্বশেষ সংবাদ সম্মেলন করেন ২৭ অক্টোবর ২০২৩।
২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় দলটির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সকাল নিজের গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল। এর সাড়ে তিন মাস পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন মির্জা ফখরুল। মুক্তির ১৯ দিন পর গত ৪ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে ২৩ মার্চ দেশে ফেরেন তিনি। এরপর ২ মে ওমরাহ করার উদ্দেশে সৌদি আরব যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে ৮ মে দেশে ফিরেন তিনি।
কিউটিভি/আয়শা/১১ মে ২০২৪,/বিকাল ৫:১২