
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ে উইনিং শটটি আসে সূর্যকুমারের ব্যাট থেকেই। জয় নিশ্চিতের পরই সতীর্থ শিভম দুবেকে নিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা দিয়েছিলেন ভারত অধিনায়ক। প্রতিপক্ষ পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি তিনি, যাকে অখেলোয়াড়সুলভ আচরণ হিসেবেই আখ্যা দিচ্ছেন বেশিরভাগ ক্রিকেটপ্রেমী। এ নিয়ে টিভি অনুষ্ঠানে আলোচনাকালে ভারতের অধিনায়ক সূর্যকুমারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন পাকিস্তানের কিংবদন্তি মোহাম্মদ ইউসুফ।
ইউসুফ পাকিস্তানের হয়ে ১৯৯৮ থেকে ২০১০ পর্যন্ত ২৮৮টি ওয়ানডে, ৯০টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন। তার এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোভাবে নেয়নি ভারতের সমর্থকরা। তবে, পরে এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে ইউসুফ ব্যাখ্যা দেন।
তিনি লিখেছেন, ‘আমি কোনো খেলোয়াড়কে অসম্মান করতে চাইনি। যে কেউ নিজের দেশের জন্য আবেগ ও মর্যাদার সঙ্গে খেলে, সে সম্মানের যোগ্য। কিন্তু যখন ইরফান পাঠান শাহিদ আফ্রিদিকে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে বলে মন্তব্য করেছিলেন, তখন কেন ভারতীয় মিডিয়া ও জনগণ তাকে প্রশংসা করল? যদি মর্যাদা ও সম্মান নিয়ে কথা বলা হয়, তাহলে সেটাকেও কি প্রত্যাখ্যান করা উচিত ছিল না?’
ইউসুফ যে ঘটনার উল্লেখ করেছেন তা সম্প্রতি আলোচনায় আসে ইরফান পাঠানের এক সাক্ষাৎকারে। সেখানে পাঠান জানান, যদিও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদিকে ১১ বার আউট করেছিলেন, কিন্তু এই অলরাউন্ডারের মাঠের বাইরের আচরণ তাকে বেশি বিরক্ত করত।
পাঠান বলেন, ‘২০০৬ সফরে আমরা করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। উভয় দলই একই ফ্লাইটে ছিল। আফ্রিদি এসে আমার মাথায় হাত দিয়ে চুল এলোমেলো করল। বলল, “কেমন আছো বাচ্চা?” আমি ভাবলাম—সে কবে থেকে আমার বাবা হলে? আমি তো কিছুই বলিনি। এরপর আফ্রিদি আমাকে কিছু খারাপ কথা বলল।’
আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:০৫