
স্পোর্টস ডেস্ক : গত শুক্রবার (২৯ মার্চ) গ্রায়েম পোলককে হাসপাতালে দেখতে গিয়েছিলেন হ্যানলি। তিনি বলেন, গ্রায়েমের স্ট্রোক–পরবর্তী জটিলতা তেমন বেশি নেই। তিনি হাত-পা নাড়াচাড়া করতে পারছেন, মানুষের কথাবার্তাও বুঝতে পারছেন। তবে তিনি এটাও জানিয়েছেন, পোলকের দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা কম।
গত ২৭ ফেব্রুয়ারি ৮০ বছরে পা দেন গ্রায়েম পোলক। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন ধরা হয় তাকে। তার ভাই পিটার পোলকও ছিলেন একজন দুর্দান্ত ক্রিকেটার। আর পিটার পোলকের ছেলে শন পোলককে তো বর্তমান যুগের সকলেই চেনে।
দক্ষিণ আফ্রিকা নির্বাসনে যাওয়ার আগে গ্রায়েম পোলক ২৩টি টেস্ট খেলেছেন। যেখানে ৬০.৯৭ গড়ে তার রান ২২৫৬। আছে ৭ সেঞ্চুরিও। তার সর্বোচ্চ টেস্ট ইনিংস ২৭৪। ১৯৯৯ সাল পর্যন্ত এটিই ছিল টেস্টে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩