ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

উত্তাল বিক্ষোভ, কোন পথে ইসরাইলের রাজনীতি?

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৪ - ০৭:৩২:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র পদত্যাগের দাবিতে রোববার রাতে জেরুজালেমের রাজপথে নামেন হাজার হাজার ইসরাইলি। পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। 

শহরের প্রধান মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহু’র পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে আশপাশ। আগাম নির্বাচনের দাবি জানান কেউ কেউ।

এসময় আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। 

 
বেশ কয়েকজনকে আটকও করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে, বাধা উপেক্ষা করে সোমবারও (১ এপ্রিল) নেতানিয়াহু’র ব্যঙ্গচিত্র হাতে রাস্তায় নামেন তারা। বিভিন্ন গণমাধ্যম বলছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে ভূখণ্ডটিতে। বিক্ষোভকারীরা বলেছেন, ‘আমরা এখানে এই সরকারকে অপসারণের জন্য একজোট হয়েছি। কেননা জিম্মিদের মুক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারা।’

এদিকে, দিন যতো যাচ্ছে ততোই উত্তপ্ত হয়ে উঠছে ইসরাইলের রাজনৈতিক অঙ্গন। দমন-পীড়ন চালিয়েও বিক্ষুদ্ধদের আটকে রাখা যাচ্ছে না। নেতানিয়াহুকে ইসরাইলের জন্য বিপজ্জনক বলছেন কেউ কেউ। এর মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক বিভাজন প্রকাশ্যে আসছে বলেও মনে করছেন অনেকে।

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:২১

▎সর্বশেষ

ad