ব্রেকিং নিউজ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেফতার বিএনপির সাবেক এমপি কালামসহ ৩২ জনের নামে মামলা

বই মেলায় আসছে ‘বন্দিনী’ : জেল জীবনে ডা.সাবরিনা’র যত কাহিনী

superadmin | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৪ - ০৬:৪৫:৪০ পিএম

ডেস্কনিউজঃ আলোচিত, সমালোচিত, নন্দিত, নিন্দিত ডা.সাবরিনা হুসেন মিস্টি’র প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বন্দিনী’ আসছে এবারের বাংলা একাডেমির বইমেলায়। তিন বছর বন্দিনী জীবনের কথা নিয়ে ডা.সাবরিনার এই গ্রন্থটি সোশ্যাল মিডিয়া সহ নিউজ মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। করোনাকালীন সময়ে সারাদেশ সহ প্রবাসে ডা.সাবরিনা ও শাহেদ নেতিবাচক অর্থে পরিচিতি লাভ করে। করোনাকালীন সময়ে ডাঃ সাবরিনা ও শাহেদ দীর্ঘদিন ছিলেন টক অব দ্য কান্ট্রি।

ডা.সাবরিনা সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের মেধাবী ছাত্রী ছিলেন এবং পরবর্তীতে বিসিএস স্বাস্থ্যের মাধ্যমে নিয়োগকৃত একজন সরকারি ডাক্তার। কার্ডিয়াক সার্জন হিসাবে কর্মরত ছিলেন। এমতাবস্থায় তার জীবনে নেমে আসা বিপর্যয় সম্পর্কেকুইকটিভিবিডি.কমকে একদম খোলামেলা কথা বলেন ‘বন্দিনী’ গ্রন্থের লেখিকা লাস্যময়ী ডা.সাবরিনা। তিনি বলেন, আমার এই বিপর্যয়ে, তিন বছরের জেল জীবনে আমি সব হারিয়েছি, সব সব হারিয়েছি। আমার স্বামী আমার কাছে মৃত এখন। তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান জেকেজি’র বিধিবহির্ভুত ভাবে কথিত চেয়ারম্যান হিসাবে প্রদর্শনের পরিনাম আমি ভোগ করছি।

ডা.সাবরিনা আরও বলেন, আমি ভাল না মন্দ, দোষী না নির্দোষ এটা আদালতের চূড়ান্ত রায়ে নির্ধারিত হবে। জেল জীবনের লেখা ‘বন্দিনী’ আমি আমার সাফাই গাওয়ার প্লাটফর্ম বানাইনি। নারীদের বন্দী দশার এক জলজ্যান্ত উপাখ্যান ‘বন্দিনী’। যে কোন পাঠক শ্রেণীর কাছে আমার প্রথম প্রকাশ ‘বন্দিনী’ সমাদৃত হবে বলে প্রত্যাশা করছি।

‘বন্দিনী’র সাফল্য কামনা করে তিনি সকলের কাছে দোয়া, আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করেছেন।

লেখিকার গ্রন্থ স্বত্বে আহমেদ পাবলিশিং হাউজ থেকে প্রকাশিত ‘বন্দিনী’র প্রচ্ছদ মূল্য ৩৫০ টাকা। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫৪১,৫৪২,৫৪৩,৫৪৪ নং স্টল সমূহে ২৫% কমিশনে গ্রন্থটি পাওয়া যাবে।

নাহিদা /৩০.০১.২০২৪ খ্রিস্টাব্দ। সন্ধ্যা ৫.৫৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad