
ডেস্ক নিউজ : আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনায় সরকারের তীব্র সমালোচনা করে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন, আইএমএফের ঋণ মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলবে। কারণ বিদেশি ঋণের নামে জনগণের ওপর হাজারটা শর্ত আরোপ করা হচ্ছে। অথচ সরকার কখনোই এসব ঋণ নেওয়ার সময় শর্তগুলো জনসম্মুখে আনে না। অবিলম্বে সকল বিদেশি ঋণের শর্ত জনসম্মুখে আনতে হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতৃবৃন্দ এই দাবি জানান।
সভায় বক্তৃতা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী ও কেন্দ্রীয় নেতা রুবেল শিকদার।
সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য দায়ী সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসন। এই সরকার উন্নয়ন প্রকল্পের নামে জনগণের টাকা নয়ছয় করেছে। দুর্নীতি লুটপাটের টাকা বিদেশে পাচার হয়েছে সরকারি মদদে। সেই টাকা ফেরত আনার কোনো উদ্যোগ নেই। দোষীদের গ্রেপ্তারেও সরকারের কোনো পদক্ষেপ নেই।
সভায় আইএমএফের ঋণের নামে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারিকরণ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহারের পাঁয়তারার বিরুদ্ধে আগামী ৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টায়, রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ-সমাবেশ এবং মিছিলের সিদ্ধান্ত হয়। কর্মসূচিতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
কিউটিভি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৬