ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

ছবি তুলে ‘চাক্ষুষ প্রমাণ’ দেখালেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ১০:৪০:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার গ্যাস রপ্তানিকারক গ্যাসপ্রম বর্তমানে নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে ধারণ ক্ষমতার মাত্র ২০ ভাগ গ্যাস পাঠাচ্ছে। এ পাইপ লাইন দিয়ে জার্মানিতে আসে রাশিয়ার গ্যাস। একটি টারবাইনের কারণেই গ্যাস সরবরাহ কমে গেছে বলে দাবি করেছে গ্যাসপ্রম। এ টারবাইনটি কানাডায় জার্মানির সিমেন্স কোম্পানির কাছে রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা দেওয়ায় সেটি কানাডায় আটকে যায়। 

কিন্তু পরবর্তীতে কানাডা নিষেধাজ্ঞা শিথিল করে টারবাইনটি জার্মানির কাছে পাঠায়। এখন এটি জার্মানিতে আছে। তবে সঠিক কাগজপত্র না থাকার অজুহাত দেখিয়ে এখন টারবাইনটি ফেরত নিচ্ছে না রাশিয়া। ফলে জার্মানিতে গ্যাসও অনেক কম আসছে। 

তবে টারবাইনটি এখন ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে বলে দাবি করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। বিষয়টির প্রমাণ দেখাতে সিমেন্স কোম্পানির কাছে থাকা টারবাইনটির পাশে দাঁড়িয়ে একটি ছবিও তোলেন চ্যান্সেলর। তিনি সাংবাদিকদের বলেছেন,  টারবাইনটি এখন পুরোপুরি সচল আছে। এটি যে কোনো সময় রাশিয়ায় পাঠানো সম্ভব হবে। তিনি জানিয়েছেন, এখন রাশিয়াকে টারবাইনটি নিতে হবে। 

এ ব্যাপারে ওলাফ শলৎজ বলেন, এটি সহজ এবং পরিষ্কার: টারবাইনটি এখানে আছে এবং ডেলিভারি দেওয়া যাবে, কিন্তু কাউকে বলতে হবে ‘আমি এটি চাই।’ এর মাধ্যমে জার্মান চ্যান্সেলর জানালেন, রাশিয়া এখন আর গ্যাস কম পাঠানোর কোনো অজুহাত দিতে পারবে না। কারণ যে টারবাইনের কারণে গ্যাস কমিয়ে দেওয়া হয়েছে সেটি এখন চলে এসেছে। তবে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, সঠিক কাগজপত্র রাশিয়াকে না দেওয়ায় তারা এখন টারবাইনটি আনতে পারছেন না। 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউটিভি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১৪

▎সর্বশেষ

ad