
ডেস্কনিউজঃ দশ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে রুহুল (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এর আগে ঈদের আগের দিন শনিবার রাতে ধর্ষণের ঘটনা ঘটলে রবিবার ঈদের দিন (১০ জুলাই) শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে গতকাল রাতেই পুলিশ বৃদ্ধকে গ্রেপ্তার করে। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের শাকছিপাড়া গ্রামের।
ধর্ষক রুহুল আমিন স্থানীয় মজুমদার বাড়ির বাসিন্দা। শিশুটি বৃদ্ধের প্রতিবেশী বলে জানা গেছে।
শিশুটির মা জানান, আমার মেয়ে প্রতিবন্ধী। সে অগোচরে এদিক সেদিক চলে যায়, খেলাধুলা করে। ঈদের আগের দিন সন্ধ্যার পর সে আসামি রুহুলের বাড়ির কাচারিঘরের কাছে গিয়েছিল। সেখানে গো-খাদ্য, খেড় ইত্যাদি রাখা ছিল। সেখানে মেয়েটিকে একা পেয়ে কাচারিঘরে নিয়ে রুহুল তাকে ধর্ষণ করেন।
পুলিশ জানায়, প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। সেই সূত্রে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় শাকছিপাড়া গ্রামের সাতবারের নির্বাচিত ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, ঘটনার পরদিন সকালে মেয়েটিকে নিয়ে তার মা আমার কাছে আসে। এ সময় আমি ঘটনা শুনে তাদেরকে সরাসরি আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দিয়েছি।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। শিশুটিকে ডাক্তারী পরীক্ষসহ গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিপুল/১১.০৭.২০২২/দুপুর ১২.৫৪