ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

জমি দখলের বাঁধা দেয়ায় ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে রক্তাক্ত 

Anima Rakhi | আপডেট: ১৩ জুন ২০২২ - ০৩:১৩:৩২ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি :  আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি জবর দখলে বাঁধা দেয়ায় রফিকুল ইসলাম(৭২) নামে সাবেক ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে। রোববার(১২ জুন) রাতে বিচার চেয়ে আদিতমারী থানায় হামলাকারী ১০জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন রফিকুল ইসলাম।এর আগে দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের মাষ্টার পাড়া বাসার সামনে তার উপর হামলা চালিয়ে জমি জবর দখলের চেষ্টার ঘটনা ঘটে।আহত পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম আদিতমারী বুড়িরবাজার এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি ভাদাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বুড়িরবাজার  আজিম প্যাথলজির মালিক।

অভিযোগে জানা গেছে, উপজেলা সদরের মাষ্টার পাড়া এলাকায় জমি ক্রয় করে বাসা করেন ভাদাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম। সেই জমি নিয়ে বিরোধ ওই এলাকার দক্ষিন বত্রিশ হাজারী গ্রামের আজিজার রহমানের ছেলে আব্দুল বাতেনের। যা নিয়ে লালমনিরহাট আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নং অন্য ৯২/২০২০(আদিত)। বিজ্ঞ আদালত উক্ত মামলায় নালিশী জমির উপর প্রতিপক্ষের প্রবেশের উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতের সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে রোববার(১২ জুন) দুপুরে আব্দুল বাতেন লাঠি সোটায় দলবল নিয়ে রফিকুল ইসলমের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। কেটে ফেলা হয় বেশ কিছু গাছ। রফিকুল ইসলাম তাদেরকে বাঁধা দিলে তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে বাবাকে উদ্ধার করতে এসে তার ছেলে সিরাজুল ইসলাম রুবেল(২৫) মারপিটের শিকার হন। একপর্যেয় সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলমকে গলা চেপে হত্যার চেষ্টা করে হামলাকারীরা। পরে স্থানীয় এসে হামরাকারীদের কবল থেকে রফিকুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বিচার চেয়ে আব্দুল বাতেনকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম বলেন,  আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞাকে অমান্য করে জমি দখলে অপচেষ্টা করেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউটিভি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৩

▎সর্বশেষ

ad