ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে ক্রীড়াঙ্গন’ হুইপ ইকবালুর রহিম 

Anima Rakhi | আপডেট: ১১ জুন ২০২২ - ০১:২৯:১২ পিএম
আসাদুজ্জামান আসাদ,দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘খেলাধুলা যেকোনো ধরনের ভুল পথে যাওয়া বন্ধ করার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক শক্তি। জাতি গঠনে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলা করতে হবে।দেশের ক্রীড়াঙ্গনের সাফল্য দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করছে। ’শুক্রবার দিনাজপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালক)-২০২২ (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব জাতীয়গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালিকা)-২০২২ (অনূর্ধ্ব-১৭) এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম (এমপি) বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব। প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে ক্রীড়াঙ্গন।দেশের সকল খেলায় আমাদের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক সাফল্য নিয়ে আসছেন। প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাফল্য দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ক্রীড়াঙ্গনে দিনাজপুর এখন বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। লিটন দাস দেশের হয়ে টেস্ট ক্রিকেটেসহ অধিনায়কের দায়িত্ব পালন করছে।এ ছাড়া ধীমান ঘোষ, দীপসহ বিভিন্ন খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছে। এটা দিনাজপুরের জন্য একটি গর্বের বিষয়। আর এগুলো সম্ভব হয়েছে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ছাড়া দেশের কোনোক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয়। দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করায়  শেখ হাসিনা আজ বিশ্বব্যাপী প্রসংশীত।২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে দেশ উন্নত দেশের কাতারে আরও একধাপ এগিয়ে যাবে। কোনো বাধা, ষড়যন্ত্রই শেখ হাসিনার উন্নয়নকে রুখে দিতে পারবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালক)-২০২২ (অনূর্ধ্ব-১৭)- চূড়ান্ত খেলায় ফুলবাড়ী উপজেলাকে হারিয়ে ঘোড়াঘাট উপজেলা চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা বেড়ম ফজিলাতুননেছা মুজিব জাতীয়গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালিকা)-২০২২ (অনূর্ধ্ব-১৭) এর চূড়ান্ত খেলায় বীরগঞ্জ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর সদর উপজেলা।  

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য দেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার শচিন চাকমা, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ।  উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুজন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোৎস্না, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা ক্রীড়া অফিসার  ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব হীরা আক্তার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আশরাফুল আলম রমজান প্রমুখ।

কিউটিভি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৮

▎সর্বশেষ

ad