ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

জোটের প্রার্থী হয়েই নির্বাচন করব: এলডিপি মহাসচিব

Mohon | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ - ১১:২২:৩৬ এএম

রাজনীতি ডেক্স : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, স্বৈরাচারবিরোধী সব আন্দোলন-সংগ্রামে বিএনপির সঙ্গে এলডিপি যুগপৎভাবে অংশগ্রহণ করেছে। আমরা এখনো বিএনপির সঙ্গেই কাজ করে যাচ্ছি। সেই সুবাদে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জোটের প্রার্থী হয়েই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলডিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নরসিংহপুর জামে মসজিদ মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপির সহযোগী হিসেবে বিএনপি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে—আমি এই আসনের প্রার্থী। এই আসনে ধানের শীষের প্রতীক থাকবে না। সুতরাং বিএনপির নেতা-কর্মীদের বলব, আপনারা সব ভেদাভেদ ভুলে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। 

সভায় বাড়েরা ইউনিয়ন এলডিপির সভাপতি জালাল উদ্দিন কালার সভাপতিত্বে উপস্থিত ছিলেন—ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ-সভাপতি আলী মেম্বার, সহ-সভাপতি হাজী সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া,
উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, সহ-সাংগঠনিক সম্পাদক কবির মেম্বার, পৌর গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম, বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নসু মিয়া, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা অরুণ সরকার বকুল প্রমুখ।

 

 

কুইক টিভি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ সকাল ১১:২২

 

▎সর্বশেষ

ad