নিউজ ডেক্স : যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে শনিবার (২০ ডিসেম্বর) বড় ধরণের বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় ১,৩০,০০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান অন্ধকারে ডুবে যায়। শহরের উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই সমস্যা রিচমন্ড, প্রেসিডিও এলাকা এবং বিকেলে গোল্ডেন গেট পার্কের আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজি অ্যান্ড ই) এখনও বিভ্রাটের সঠিক কারণ জানায়নি। এ কারণে শহরের এক-তৃতীয়াংশ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়। স্তোরাঁ ও দোকানপাট বন্ধ হয়ে যায়, রাস্তার আলো এবং ক্রিসমাস সাজসজ্জাও অন্ধকারে ঢেকে যায়। জরুরি ব্যবস্থাপনা বিভাগের নির্দেশে বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাত্রা এড়াতে এবং ট্র্যাফিক সিগন্যালগুলোকে চার-মুখী স্টপ হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে।






