নিউজ ডেক্স : ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও থামছেন না থিয়াগো সিলভা। অভিজ্ঞ এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার পর্তুগিজ লিগের শীর্ষ দল এফসি পোর্তোতে যোগ দিয়েছেন। শনিবার ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ভিডিও বার্তায় এক মৌসুমের জন্য নিজের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিলভা। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি ছয় মাস আগেই বাতিল হওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন ঠিকানা পেয়ে গেলেন ৪১ বছর বয়সী এই ডিফেন্ডার।

এই সপ্তাহের শুরুতে সিলভা জানিয়েছিলেন, বিশ্বকাপ খেলেই ক্যারিয়ার শেষ করার লক্ষ্যেই ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। নতুন ক্লাব খোঁজার ক্ষেত্রেও পারিবারিক বিষয়টি গুরুত্ব পেয়েছে। ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, লন্ডনের কাছাকাছি কোনো ক্লাবে খেলতে চেয়েছিলেন সিলভা, যাতে পরিবার ও বড় ছেলে ইসাগোর পাশে থাকতে পারেন। ইসাগো সম্প্রতি চেলসির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেছেন।
এর আগেও একবার পোর্তোর জার্সি গায়ে তুলেছিলেন থিয়াগো সিলভা। ২০০৪–০৫ মৌসুমে ক্লাবটির হয়ে খেললেও তাদের মূল দলের হয়ে খেলার সুযোগ পাননি, রিজার্ভ দলের হয়ে খেলেন ১৪ ম্যাচ। এরপর ফ্লুমিনেন্সে ফিরে যাওয়ার পর ইউরোপে এসি মিলান, প্যারিস সেন্ট-জার্মেইন ও চেলসির হয়ে খেলে ৮ লিগ শিরোপাসহ ৩১টি মেজর শিরোপা জিতে নিজেকে সর্বকালের অন্যতম সেরা সেন্টার ব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেন।
কুইক টিভি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:২১






