ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

টেস্টের ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড, দুই ইনিংসেই জোড়া সেঞ্চুরি

khurshed | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ - ১২:৫১:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : ডেভন কনওয়ের ডাবল ও অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড। একইসঙ্গে তারা ওপেনিং জুটিতে ঘরের মাঠে প্রথমবার ৩০০–এর বেশি রানের ইতিহাসও গড়েন। দ্বিতীয় ইনিংসেও জোড়া সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন ল্যাথাম-কনওয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার দুই ইনিংসেই দু’জন ওপেনার সেঞ্চুরি করেছেন।

মাউন্ট মঙ্গানুইয়ে আজ (রোববার) সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষ হয়েছে। যেখানে ২ উইকেটে ৩০৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণ করে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের ১৫৫ রানের লিড মিলিয়ে তারা ক্যারিবীয়দের ৪৬২ রানের লক্ষ্য দিয়েছে। প্রায় অসম্ভব লক্ষ্য নেমে তাড়ায় দিন শেষ হওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও তারা ৪১৯ রানে পিছিয়ে। ক্যারিবীয়দের হাতে ১০ উইকেট থাকায় ড্রয়ের সম্ভাবনাই জোরালো! 

প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৮১ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন আর ৩৯ রান যোগ করতেই ৪২০ রানে তারা অলআউট হয়ে যায়। আগেরদিনই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করা কাভেম হজ শেষ পর্যন্ত ১২৩ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া ব্রেন্ডন কিং ৬৩, জন ক্যাম্পবেল ও অলিক আথানেজ সমান ৪৫ করে এবং জাস্টিন গ্রিভস করেন ৪৩ রান। কিউইদের পক্ষে জ্যাকব ডাফি সর্বোচ্চ ৪ ও এজাজ প্যাটেল ৩ উইকেট শিকার করেন।

dhakapost

১৫৫ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। বড় লক্ষ্য দিয়ে জয়ের ভাবনায় দ্রুতগতিতে রান তুলেছে স্বাগতিকরা। কাভেম হজের বলে আউট হওয়ার আগে ল্যাথাম-কনওয়ে উভয়েই সেঞ্চুরি করেছেন। কিউই অধিনায়ক ল্যাথাম ১৩০ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০১ এবং কনওয়ে ১৩৯ বলে ৮ চার ও ৩ ছক্কায় ১০০ রান করেন। চলমান সিরিজেই তৃতীয় এবং সবমিলিয়ে ১৬তম টেস্ট সেঞ্চুরি করেছেন ল্যাথাম। কনওয়ে পেয়েছেন টেস্টের সপ্তম সেঞ্চুরি।

Kavem Hodge scored a resilient century, New Zealand vs West Indies, 3rd Test, Mount Maunganui, 3rd day, December 20, 2025

এ ছাড়া কেইন উইলিয়ামসন ৩৭ বলে ৪০ এবং রাচিন রবীন্দ্র’র ২৩ বলে ৪৬ রানের ঝোড়ো ক্যামিওতে ৩০৬ রানের বড় পুঁজি পেয়ে যায় কিউইরা। বড় লক্ষ্য তাড়ায় নেমে উইকেট না হারিয়ে ৪৩ রানে দিন শেষ করল উইন্ডিজরা। ব্রেন্ডন কিং ৩৭ ও ক্যাম্পবেল ২ রানে অপরাজিত আছেন।

 

 

খোরশেদ/২১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৪৪

▎সর্বশেষ

ad