নিউজ ডেক্স : দক্ষিণ আফ্রিকায় একটি মদ্যশালায় বন্দুকধারীদের আলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে জোহানেসবার্গের পার্শ্ববর্তী বেকারসডাল শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, দুটি গাড়িতে প্রায় ১২ জন অজ্ঞাত সন্দেহভাজন মদ্যশালায় থাকা ব্যক্তিদের ওপর গুলি চালায়। পরে এলোপাতাড়িভাবে গুলি চালাতে চালাতে তারা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় পুলিশ কমিশনার বলেছেন, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি তদন্তে প্রাদেশিক ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম এবং স্থানীয় অপরাধ রেকর্ড কেন্দ্রের আলাদা দুটি দল এসেছে।
তারা কাজ করছে। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি এএফপিকে নিহতের সংখ্যা ১০ জন বলে জানিয়েছেন।
কুইক টিভি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:৪৫





