
আন্তর্জাতিক ডেস্ক : ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাবিগেইল স্প্যানবার্গার। রাজ্যের ইতিহাসে তিনিই প্রথম নারী গভর্নর। অ্যাবিগেইল স্প্যানবার্গার রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেছেন।
স্প্যানবার্গারের এ জয় অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
নিউ জার্সিতে গভর্নর পদে এবং নিউইয়র্ক সিটিতে গভর্নর পদেও ডেমোক্র্যাটরা জয়লাভ করেছে। যেখানে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।
আয়শা/০৫ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:০০






