ব্রেকিং নিউজ
‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম

জ্যোতির বিরুদ্ধে জাহানারার গুরুতর অভিযোগ, কী বলছে বিসিবি

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ - ০৯:৪৪:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সম্প্রতি সেখান থেকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ ও জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন।

জাহানারার এই বক্তব্য নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, জাহানারার উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য। বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সম্প্রতি জাতীয় নারী দলের সাবেক এক সদস্য গণমাধ্যমে কিছু মন্তব্য করেছেন, যেখানে তিনি বর্তমান অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। এসব অভিযোগকে বিসিবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে, কারণ এগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ নারী দল যখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করছে, তখন এমন বিভ্রান্তিকর ও অপমানজনক মন্তব্য অত্যন্ত দুঃখজনক। বিসিবি মনে করে, এ ধরনের বক্তব্যের উদ্দেশ্য দলের মনোবল নষ্ট করা এবং তাদের ঐক্যে আঘাত হানা।’বিসিবি আরও উল্লেখ করে, ‘যিনি এমন মন্তব্য করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের কোনো কর্মকাণ্ড বা পরিকল্পনার সঙ্গে যুক্ত নন। তবুও তিনি প্রাসঙ্গিকতা ছাড়াই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন।’

সবশেষে বোর্ড জানায়, ‘বিসিবি নারী দলের নেতৃত্ব, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের প্রতি পূর্ণ আস্থা রাখে। বোর্ডের তদন্তে কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিসিবি দলের সদস্যদের পাশে থাকবে এবং তাদের সর্বাত্মক সহায়তা দেবে।’

 

 

আয়শা/০৪ নভেম্বর ২০২৫,/রাত ৯:৪৩

▎সর্বশেষ

ad