
আন্তর্জাতিক ডেস্ক : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ঢাকায় ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে; চট্টগ্রামে টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখেই আজ সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবীয়রা।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ। তিনি আরেক ওপেনার আলিক অ্যাথেঞ্জকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান। দ্বিতীয় উইকেট জুটিতে তাড়া ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন।
১১.২ ওভারে দলীয় ১০৬ রানে আউট হন ওপেনার আলিক অ্যাথেঞ্জ। তিনি ৩৩ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫২ রান করে নাসুম আহমেদের শিকার হন।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেই আউট হন শেরেফান রাদারফোর্ড। তিনি নাসুম আহমেদের বলে বোল্ড ডাক মারেন। তাকে আউট করার মধ্য দিয় পরপর দুই বলে ২ উইকেট নেন নাসুম।
সিরিজের প্রথম ম্যাচে ১৬৫ রান করে ১৬ রানে জয় পেয়েছে সরকারী উইন্ডিজ। আজকের ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে তাদের।
সেই দিক থেকে বললে বাংলাদেশ দলের জন্য সিরিজ রক্ষার ম্যাচ আজ। সিরিজ হার এড়াতে সর্বোচ্চ চেষ্টা করলে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ৯:০০






