ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

কেন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে তরুণীরা?

Ayesha Siddika | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ - ১০:১৩:২০ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রেমের কোনো বয়স নেই। এর কোনো নির্দিষ্ট বয়সসীমাও থাকে না। প্রেমিক কিংবা প্রেমিকার বয়সের ব্যবধান ২০ থেকে ৩০ বছর হলেও কোনো সমস্যা নেই। যদি মনের সঙ্গে মন মিলে যায়, তবে বয়স কোনো বাধা নয়। আর প্রেমের পরিসীমা অফুরন্ত। প্রেম মানে না ধর্মের কাহিনি। যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে সেই আকর্ষণ বাঁধ দিয়েও ধরে রাখা যায় না। 

আর প্রেমের ক্ষেত্রে দুজনের বয়সও কাছাকাছিই হয়ে থাকে। দুজনের মধ্যে চিন্তা-ভাবনার মিল থাকায় প্রেম এগিয়ে যায় দ্রুতগতিতে। কিন্তু অনেক সময় দেখা যায়, সম্পর্কের ক্ষেত্রে দুজনের বয়সের বিস্তর ফারাক রয়েছে। তা সত্ত্বেও প্রেম থেমে নেই, ঠিকই হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক পুরুষের প্রেমে পড়তে দেখা যায় তরুণী কাউকে। যিনি চাইলেই একজন সমবয়সি সঙ্গী পেতে পারেন, কিন্তু সেই তরুণী কেন একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়েন? 

চলুন জেনে নেওয়া যাক, তরুণীদের কেন বয়স্ক পুরুষ পছন্দ—

অনেকেই মনে করেন, বয়স্ক পুরুষের মধ্যে যথেষ্ট ম্যাচিওরিটি থাকে, আকর্ষণের জন্য এটাই সবচেয়ে বড় কারণ। অল্প বয়সের ছেলেদের ম্যাচিওরিটির বিষয়টি তেমন একটা চোখে পড়ে না। আকর্ষণ থাকে না। তাদের সঙ্গে সম্পর্ক তেমন জমে ওঠে না। কিন্তু প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে সেটির অভাব থাকে না।

আর বয়স্কদের প্রেম একেবারে অন্যরকম। অনেক বেশি বাস্তবসম্মত। ফলে সম্পর্কও টিকে থাকে। তারা যা প্রকাশ করে, সবই বাস্তববাদী। সর্বদা বাস্তবতা মেনে সম্পর্ক এগিয়ে নেয়। তাই নেতিবাচক দিক এড়িয়ে চলতে পারে। সে কারণে মেয়েরা তাদের প্রতি দুর্বল বেশি থাকে। বয়স্ক পুরুষরা সাধারণত যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে, যা মেয়েরা খুবই পছন্দ করে। মেয়েরা চায় তার সঙ্গীকে নিয়ে যে পরিবেশেই যাক না কেন, যাতে সে বিরক্তবোধ না করে।

এ ধরনের পুরুষের প্রতি পূর্ণ আত্মবিশ্বাস থাকে তরুণীর। তারা সম্পর্ক জড়ালে কিংবা বিয়ে করলে আর ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ তারা নিজেরাই চান তাদের পর্যাপ্ত বয়স হয়ে গেছে। সুতরাং একাধিক প্রেম নয়, একাধিক বিয়ে নয়।

আর বয়স্ক পুরুষরা সঠিক সিদ্ধান্ত সহজেই নিতে পারে, যা অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা পারে না। কারণ বয়স্ক পুরুষরা সব বিষয়ে বুঝে ও শুনে তারপর সিদ্ধান্ত নিতে পারেন। যে সিদ্ধান্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আর সিদ্ধান্তটাও তেমনি যুক্তিবাদী।

 

 

আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ৯:২০

▎সর্বশেষ

ad