ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

‘মায়ের দোয়া’ নিয়ে আমিরাতে ২৪০ কোটির লটারি জিতলেন ভারতীয় যুবক

Ayesha Siddika | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ - ০৯:০৪:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক ভারতীয় প্রবাসী এক রাতেই কোটিপতি হয়ে গেছেন। ২৯ বছর বয়সী অনিলকুমার বোল্লা জিতেছেন সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসের সবচেয়ে বড় লটারি জ্যাকপট। ‘লাকি ডে ড্র’–এর ২৩তম আসরে তিনি জিতেছেন অবিশ্বাস্য ১০ কোটি দিরহাম, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪০ কোটিরও বেশি।

অনিল জানান, তিনি একসঙ্গে ১২টি টিকিট কিনেছিলেন ‘ইজি পিক’ অপশনে, যা স্বয়ংক্রিয়ভাবে নম্বর তৈরি করে। তবে একটিমাত্র নম্বর, ১১, তিনি নিজে বেছে নিয়েছিলেন মায়ের জন্মদিনের তারিখ হিসেবে। তিনি বলেন, ‘আমি কোনো জাদু করিনি, শুধু ইজি পিক অপশন বেছে নিয়েছিলাম। ১২টি টিকিট কিনেছিলাম, আর শেষ নম্বরটা খুব স্পেশাল, এটা আমার মায়ের জন্মদিন।’

জেতার মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে অনিল বলেন, ‘আমি তখন সোফায় বসে ছিলাম। এক মুহূর্তে বিশ্বাসই করতে পারছিলাম না, তারপর বুঝলাম—হ্যাঁ, আমি জিতেছি।’এই অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে ব্যাপারে অনিল বলেন, ‘আমি শুধু ভাবছিলাম, এই টাকাটা কীভাবে সঠিকভাবে বিনিয়োগ করতে হবে। এখন আমার কাছে টাকা আছে, তাই এখন আমার চিন্তাগুলো ঠিক পথে চালাতে হবে। আমি বড় কিছু করতে চাই।’

অনিল জানান, তিনি তাঁর বাবা-মাকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসবেন, একটি সুপারকার কিনবেন এবং সাত তারকা রিসোর্টে পরিবারের সঙ্গে উদ্‌যাপন করবেন। তিনি বলেন, ‘আমার স্বপ্ন একটি সুপারকার কেনা। আমি একটি বড় রিসোর্টে বা সাত তারকা হোটেলে উদ্‌যাপন করতে চাই। আমার বাবা-মায়ের ছোট ছোট স্বপ্ন আছে, আমি তাদের সব স্বপ্ন পূরণ করতে চাই।’

এছাড়া অনিল তাঁর পুরস্কারের কিছু অংশ দান করার পরিকল্পনাও করেছেন। তিনি বলেন, ‘আমি কিছু টাকা দান করতে চাই। কারণ আমি বিশ্বাস করি, দান করা টাকা তাদের কাছেই পৌঁছাবে, যারা সত্যিই এর প্রয়োজনীয়তা অনুভব করে। আর এতে আমার মনে গভীর তৃপ্তি আসে।’

অনিল শেষবারের মতো বলেন, ‘আমি বিশ্বাস করি, সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে। আমি সবাইকে বলব, খেলা চালিয়ে যাও। একদিন না একদিন ভাগ্য তোমার দরজায় কড়া নাড়বেই।’খালিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এই লটারির মাধ্যমে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি খেলোয়াড় ১ লাখ দিরহাম জিতেছেন এবং ১ লাখেরও বেশি অংশগ্রহণকারী মোট ১৪ কোটি ৭০ লাখ দিরহাম পুরস্কার পেয়েছেন।

 

 

আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad