
আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের মধ্যে সহিংসতা ও সংঘর্ষ স্থায়ীভাবে বন্ধে আলোচনায় বসেছিল আফগানিস্তান ও পাকিস্তান। এ নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে গত তিনদিন বৈঠক করেছে তারা। তবে আলোচনাটি ব্যর্থ হয়েছে।পাকিস্তান অভিযোগ করেছে, সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) কার্যক্রম ঠেকাতে আফগানিস্তান তাদের সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে।
এমন পরিস্থিতিতে আফগানিস্তানকে হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি আরেকবার আফগানিস্তানের ভূখণ্ড এসে সন্ত্রাসীরা আত্মঘাতী বা যে কোনো হামলা চালায় তাহলে তালেবান সরকারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এছাড়া তালেবান নেতাদের আবার গুহায় ঢোকানো হবে বলেও মন্তব্য করেন আসিফ। মূলত তিনি তালেবান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দখলদার বাহিনীর ২০ বছরের যুদ্ধের কথা বলেছেন।
এই যুদ্ধের সময় তালেবানের উচ্চপদস্থ নেতারা লুকিয়ে থেকে যুদ্ধ পরিচালনা করতেন। বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে পাক মন্ত্রী লিখেছেন, “অনেক বন্ধু দেশের অনুরোধে পাকিস্তান তালেবান সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছিল, যেন শান্তি আসার একটা সুযোগ তৈরি হয়। কিন্তু তালেবান সরকারের কিছু মন্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে, তাদের উদ্দেশ্য খারাপ এবং তাদের নিজেদের মধ্যেই ঝামেলা আছে।”“তালেবান শাসকরা যেন জেনে রাখে, তাদের পুরোপুরি ধ্বংস করে আবার গুহায় ঢুকিয়ে দিতে পাকিস্তানের খুব সামান্য সামরিক শক্তিই যথেষ্ট। তারা যদি যুদ্ধ করতে চায়, তবে সেই দৃশ্য আবার দেখা যাবে, যখন তারা লেজ গুটিয়ে তোরা বোরা থেকে পালিয়েছিল।”
তিনি আরও বলেন, “তালেবান সরকারের যারা যুদ্ধ চায় এবং এই এলাকায় অশান্তি জিইয়ে রাখতে চায়, তাদের বোঝা উচিত যে তারা হয়তো আমাদের সাহস ও প্রতিজ্ঞাকে ভুল বুঝেছে। তালেবান সরকার যদি আমাদের সঙ্গে লড়তে চায়, তবে ইনশাআল্লাহ বিশ্ব দেখবে যে তাদের হুমকিগুলো কেবলই ফাঁকা বুলি!”তালেবান সরকারকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়ে আসিফ বলেন, “আমরা আপনাদের প্রতারণা ও উপহাস অনেক সহ্য করেছি, আর নয়।
পাকিস্তানের ভেতরে যেকোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলার ফল আপনাদের খারাপভাবে ভোগ করতে হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যদি আপনারা চান, তবে আমাদের শক্তি পরীক্ষা করে দেখতে পারেন, কিন্তু সেটা আপনাদের নিজেদের বিপদ ও ধ্বংস ডেকে আনবে।”
আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ৮:০০






