
স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো এক নম্বরে উঠেই রোহিত বিশ্বরেকর্ড গড়লেন। ভারতীয় সংবাদ মাধ্যমের মতে, পুরুষদের রাঙ্কিংয়ে এক নম্বরে উঠাদের মধ্যে রোহিত এখন বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার। তার আগে রেকর্ডটা ছিল শচীন টেন্ডুলকারের দখলে। লিটল মাস্টার ২০১১ সালে ৩৮ বছর বয়সে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। ভারতের ক্রিকেটারদের মধ্যে রোহিতের আগে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে চড়েছেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও শুভমান গিল।
বিশ্বরেকর্ডটি হয়েছে অস্ট্রেলিয়া সফরে রোহিতের ব্যাটে রানের ফোয়ারা ছোটায়। প্রথম ম্যাচে মাত্র ৮ রান করলেও পরের ম্যাচে করেন ৭৩ রান। তৃতীয় ওয়ানডেটিতে করেন ১২১ রান, ভারত এড়ায় হোয়াইটওয়াশ। রোহিত শর্মা হন সিরিজসেরা খেলোয়াড়। অথচ রোহিত অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ওয়ানডে ভবিষ্যতের পেছনে একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়েছিল। তিনি কি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত টিকবেন! প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর সেই আলোচনার পালে আরও হাওয়া লাগে।
রোহিত এক নম্বরে উঠেছেন সতীর্থ শুভমান গিল ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে পেছনে ফেলে। দুই ধাপ এগিয়ে এখন তার নামের পাশে ৭৮১ রেটিং পয়েন্ট। এটা অবশ্য রোহিতের ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট নয়। ২০১৯ সালে সর্বোচ্চ ৮৮২ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন তিনি। তবুও সেবার শীর্ষ স্থানটির স্বাদ নেওয়া হয়নি। রোহিত ২ ধাপ সামনে যাওয়ায় শুভমান গিল ২ ধাপ পিছিয়েছেন। জাদরান আছেন দুই নম্বরে। ধারাবাহিক পারফরম করে চলা নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল এক ধাপ এগিয়ে সেরা পাঁচে ঢুকেছেন।
নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডেতে ১৩৫ রান করার কল্যাণে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ২৩ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠেছেন। ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ম্যাচে ১৪০ রান করা এই ওপেনারের ২৪ ধাপ উন্নতি হয়েছে। ৪৭২ রেটিং পয়েন্ট নিয়ে সৌম্য এখন ৬২ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে সেরা পাঁচে ঢুকেছেন মিচেল স্যান্টনার। ২৪ ধাপ আগানো নাসুম আহমেদ এখন ৪৭ নম্বরে, ২৭ ধাপ এগোনো তানভীর ইসলাম ৬৯ নম্বরে। জাভিয়ের বার্টলেট ৩৭ ধাপ এগিয়ে সেরা একশর মধ্যে ঢুকেছেন। অলরাউন্ডারদের মধ্যে সেরা পাঁচে কোনো পরিবর্তন নেই।
আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ৮:০০






