
ডেস্ক নিউজ : শিশুটির জন্মের ৫ ঘণ্টা পর মৃত্যু হয়। চৈতি মন্ডল (২০) নামে এক গৃহবধূর দুই মাথাওয়ালা এ শিশু হয়। চৈতি মন্ডল উপজেলার রোংগাকাঠি গ্রামে চিত্ত রঞ্জন মন্ডলের মেয়ে এবং পটুয়াখালীর বাউফল উপজেলার লিমনের স্ত্রী।
জাহানআরা হাসপাতালের চিকিৎসক ডা. নরেশ চন্দ্র্র বড়াল বলেন, মা সুস্থ আছেন এবং শিশুটি জন্মের আনুমানিক ৫ ঘণ্টার পর রাত দেড়টার দিকে মৃত্যু হয়।
জানা গেছে, গৃহবধূ চৈতির শারীরিক অবস্থা বেশি খারাপ হলে স্বজনরা জরুরি ভিত্তিতে ওইদিন সন্ধ্যার পর জাহানআরা প্রা. হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ওই গৃহবধূর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথাওয়ালা শিশুর জন্ম হয়।
আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১২






