
ডেস্ক নিউজ : বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে একটি বৈষম্যহীন পে-কমিশন বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন। সোমবার (২৭ অক্টোবর) জাতীয় বেতন স্কেল নির্ধারণে গঠিত পে কমিশনের সঙ্গে বৈঠকে এ দাবি জানায় সংগঠনের একটি প্রতিনিধিদল।
তারা আগামী ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

পে কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক আবদুল খালেক। মতবিনিময় সভায় আরও অংশগ্রহণ করেন সফিউদ্দিন, সেলিনা সুলতানা, জাহিদা খাতুন, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, ফরিদ আহমেদ, হাবিবুর রহমান, কামাল হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ১২:১৫






