
স্পোর্টস ডেস্ক : রাজশাহীতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে রাজশাহী। উইকেটে টিকে থাকা এস এম মেহরব হোসেন এবং প্রীতম কুমারকে ফিরিয়েছেন চট্টগ্রামের অফ স্পিনার নাঈম হাসান।
৭৪ বলে ৬০ রান করে বিদায় নেন মেহরব। প্রীতম ফেরেন ১৪৩ বলে ৮৩ রান করে। শেষ দিকে সেভাবে লড়াই করতে পারেনি রাজশাহী। শাখির হোসেন শুভ্রর ৫২ এবং তাইজুল ইসলামের ৩০ বলে ৩০ রানের ক্যামিও ছাড়া আর কোনো ব্যাটারই তেমন একটা সুবিধা করতে পারেননি। ৩৭০ রানে অলআউট হয় রাজশাহী। আর তাতেই ১১২ রানের জয় পায় চট্টগ্রাম। চট্টগ্রামের হয়ে ৩ উইকেট নেন হাসান মুরাদ। ২টি করে উইকেট শিকার করেন আহমেদ শরিফ এবং নাঈম হাসান।
প্রথম রাউন্ডের বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। সিলেটের একাডেমি মাঠে দ্বিতীয় ইনিংসে ২১২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ঢাকা বিভাগ। আশিকুর রহমান শিবলী এবং জিসান আলম ফিরলে চাপে পড়ে ঢাকা। শিবলী আউট হন ৫১ রান করে। আর জিসান খেলেন ১৫৮ বলে ৯৭ রানের ইনিংস। বাকিদের কেউ সেভাবে রান করতে পারেননি। ৯৪ বলে ৩২ রান করেন রিপন মণ্ডল। আর তাতেই ৩৩৩ রানে অলআউট হয় ঢাকা। রংপুরের হয়ে ৪ উইকেট শিকার করেন তানবির হায়দার।
২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রংপুর ৬ উইকেট হারিয়ে ১১৫ রান তোলার পর আলোকস্বল্পতার কারণে আর খেলা হয়নি। যার কারণে ম্যাচ ড্র হয়েছে। রংপুরের হয়ে ৪৩ বলে ৩৮ রান করেন আলাউদ্দিন বাবু। ঢাকার হয়ে রিপন মণ্ডল এবং তাইবুর রহমান ২টি করে উইকেট শিকার করেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের ম্যাচও ড্র হয়েছে ড্র। বিনা উইকেটে ৫৮ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ময়মনসিংহ। ৯ উইকেট হারিয়ে ২৭২ রান তোলার পর দিনের খেলা শেষ হয়। দলের হয়ে ৮৩ বলে ৫৮ রান করেছেন ওপেনার নাঈম শেখ। এছাড়া ১৫৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন আরিফুল ইসলাম। সিলেটের হয়ে ৪ উইকেট নিয়েছেন নাবিল সামাদ। ৩ উইকেট নেন আসাদউল্লাহ আল গালিব। ১টি করে উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা এবং ইবাদত হোসেন চৌধুরী।
আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ১২:০০






