
বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের ঘরে নতুন অতিথি আসার তালিকাটা ক্রমশ দিন দিন বাড়ছে। তারকা দম্পতি পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে রাজকুমার রাও-পত্রলেখা—একের পর এক বাবা হচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ‘আরআরআর’খ্যাত অভিনেতা রামচরণ। আবার তিনি বাবা হতে চলেছেন। প্রথম মেয়ের জন্মের বছর দুই বছর পর বাবা হচ্ছেন অভিনেতা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেছেন উপাসনা কোনিডেলা। পরিবারের সবাই মিলে উৎসবের আনন্দে মেতে উঠেছেন। রামচরণকেও সবার সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে দেখা যায়। এ ছাড়া সেই ভিডিওটিতে আচার-অনুষ্ঠানের দৃশ্য ছাড়াও একটি শিশুর পায়ের ছাপ দেখা গেছে। সেই ভিডিওর ক্যাপশনে চরণপত্নী লিখেছেন— এই দীপাবলির আনন্দ দ্বিগুণ। ভালোবাসাও দ্বিগুণ। আমরা কৃতজ্ঞ। শিগগিরই নতুন জার্নি শুরু করতে চলেছি।
সামাজিক মাধ্যমে এ ভিডিও প্রকাশ হতেই নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগীদের আর বুঝতে বাকি নেই যে, তাদের পরিবারে শিগগিরই আসছে নতুন সদস্য। মুহূর্তেই তারকা দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। উল্লেখ্য, ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন রামচরণ ও উপাসনা কোনিডেলা। দীর্ঘ অপেক্ষার পর, বিয়ের প্রায় ১০ বছর পর ২০২৩ সালে এ দম্পতি কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। তাদের প্রথম সন্তানের নাম ক্লিন কারা। আবার দ্বিতীয়বারের মতো মাতৃত্বের পথে উপাসনা। ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন অতিথি আগমনের তারিখ জানতে।
আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/রাত ১০:১৫






