
আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় মার্কিন হামলার ঘটনায় কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘পাগল’ আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর বার্তা সংস্থা এএফপির।
তিনি আরও বলেন, ‘ওই লোকটা একেবারে পাগল এবং তিনি মানসিকভাবে স্থিতিশীল নন।’ রুবিওর এই মন্তব্যের পর ওয়াশিংটন ও বোগোতার সম্পর্ক আরও টানাপোড়েনে পড়ে। এর আগে গত বুধবারই যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে পাঁচজনকে হত্যার কথা জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়।
ট্রাম্প পেত্রোকে ‘গুন্ডা’ বলে আখ্যা দেন এবং ইঙ্গিত দেন যে, তিনি নিজেই মাদক পাচারে জড়িত ও দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। এর জবাবে পেত্রো বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের আইনজীবীদের সাহায্যে নিজেকে আইনগতভাবে রক্ষা করব।’এছাড়াও ট্রাম্প ঘোষণা দেন, কলম্বিয়াকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করা হয়েছে।
আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/দুপুর ২:২৩






