ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

যেকোনো মূল্যে ২০ বছরের তুর্কি ফরোয়ার্ডকে চান রিয়াল কোচ!

Ayesha Siddika | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ - ০৪:৫৩:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে আছেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েসের মতো তারকারা। রয়েছেন তরুণ সেনসেশন গঞ্জালো গার্সিয়া এবং প্রয়োজনমতো অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে খেলাতে পারেন কোচ জাবি আলোনসো। তবে এটি তার জন্য যথেষ্ট নয়। সে কারণে এবার ২০ বছর বয়সী এক তুর্কি ফরোয়ার্ডকে পেতে মরিয়া আলোনসো।

বর্তমানে জুভেন্তাসে খেলছেন তুরস্কের প্রতিভাবান তরুণ কেনান ইলদিজ। তাকে রিয়ালের স্কোয়াডে যুক্ত করতে নাকি কিলিয়ান এমবাপে বাদে যেকোনো খেলোয়াড়কেই বিক্রি করতে প্রস্তুত জাবি আলোনসো। এমন তথ্য জানিয়েছেন ফুটবল এজেন্ট জিওভান্নি ব্রানচিনি। তার বরাতে কেনান ইলদিজের জন্য রিয়াল কোচের আগ্রহের কথা প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’।

বায়ার্ন মিউনিখের যুব একাডেমিতে বেড়ে ওঠা কেনান ইলদিজের। এরপর জুভেন্তাসের অনূর্ধ্ব-১৯ দল থেকে তিনি ২০২৩ সালে সিনিয়র দলে জায়গা করে নেন। সর্বশেষ ক্লাব বিশ্বকাপসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচ খেলে ১২ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন কেনান। তার জন্য নাকি ১০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজও বেধে দিয়েছে ইতালিয়ান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের সর্বশেষ ম্যাচে জুভেন্তাসের নেতৃত্বের আর্মব্যান্ডও ছিল কেনানের হাতে। যদিও লস ব্লাঙ্কোসরা তাদের ১-০ গোলে হারিয়ে দেয়। চলতি মৌসুমে কেনান এখন পর্যন্ত ১০ ম্যাচে ৪ গোল ও দুই অ্যাসিস্ট করেছেন।

Image
রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো

ফুটবল এজেন্ট ব্রানচিনি এএসকে জানিয়েছেন, ‘জাবি আলোনসো ইলদিজকে রিয়াল মাদ্রিদে চান। এজন্য তিনি এমবাপে বাদে দলের যে কাউকে ছেড়ে দিতে রাজি। জুভেন্তাস এই মুহূর্তে তার জন্য ১০০ মিলিয়ন ইউরো চায়।’ এর আগে ইলদিজের প্রশংসা করে আলোনসো সম্প্রতি বলেছিলেন, ‘(জুভেন্তাসের) বেশ কয়েকজন খুব ভালো খেলোয়াড় আছে এবং ইলদিজ তাদের অন্যতম। তার দারুণ উন্নতি দেখছি। আমি তাকে চিনি, বায়ার্ন মিউনিখে থাকতে দেখেছি। তার বর্তমান উন্নতি দেখে আমি খুশি।’

২০১৪–১৭ সাল পর্যন্ত পেশাদার ফুটবলকে বিদায় জানানোর আগে বায়ার্ন মিউনিখে খেলেছেন আলোনসো। অন্যদিকে, ইলদিজ বাভারিয়ানদের যুব ক্যাম্পে যোগ দেন ২০১২ সালে। ফলে রিয়াল মাদ্রিদে ইলজিদের আগমন কেবল তার সঙ্গে আলোনসোর পুনর্মিলনই ঘটাবে না, বরং আর্দা গুলারের সঙ্গে তার নতুন একটা বোঝাপড়া তৈরি হবে। দুজনই যে তুরস্ক জাতীয় দলে ড্রেসিংরুম ভাগাভাগি করছেন। তরুণ মিডফিল্ডার আর্দা গুলারও বর্তমানে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ তারকা।

Image

রিয়াল ও ইলদিজের সংযোগ নিয়ে আলোচনা হলেও, এখনও স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে জুভেন্তাসের কোনো আলাপ শুরু হয়নি। তবে ভবিষ্যতে এই তুর্কি উইঙ্গারকে রিয়ালে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তার নিজেরও ইউরোপের অন্যতম সেরা ক্লাবটিতে খেলার ইচ্ছা রয়েছে। এর আগে ইলদিজ বলেছিলেন, ‘প্রতিটি বাচ্চারই এই স্টেডিয়ামে (সান্তিয়াগো বার্নাব্যু) খেলার স্বপ্ন থাকে। যা বিশ্বের অন্যতম সুন্দর ভেন্যু এবং এখানে খেলতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়া সত্যিই অবিশ্বাস্য।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad