
আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২৪ অক্টোবর) সূত্রের বরাত ইসরাইলি চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে বলে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়। ইসরাইলের হিব্রু ভাষার সংবাদমাধ্যম চ্যানেল ১২ তে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক সাংবাদিক বলেন, তাকে এক মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন যে, নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব সুক্ষ্ম রশিতে হাঁটছেন। যদি তিনি এটি অব্যাহত রাখেন, তাহলে গাজা যুদ্ধবিরতি চুক্তি নষ্ট করে ফেলবেন।
এর ফলে তিনি ডনাল্ড ট্রাম্পের রোষানলে পড়তে পারেন। ইসরাইলের পার্লামেন্ট নেসেট পশ্চিম তীরকে দেশটির সঙ্গে যুক্ত করতে একটি বিল অনুমোদনের পর ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই মন্তব্য এল। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার ইসরাইল সফর শেষ করেছেন। তেল আবিবে তার সফরের সময় নেসেটে পশ্চিম তীরকে সংযুক্তির বিল অনুমোদেনের খবর জানতে পেরে তিনি অবাহ হন।
কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/দুপুর ২:৪০






