ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

পাকিস্তানে ১০টি আফগান শিবির বন্ধ, ফেরত পাঠানো হলো ৮৫ হাজার শরণার্থীকে

Ayesha Siddika | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ - ০২:২৫:৩৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আফগান শরণার্থীদের জন্য থাকা ১০টি শিবির সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।

একজন শরণার্থী, আতিকুল্লাহ মনসুর, বলেন, ‘আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার পর থেকে অভিবাসীদের গ্রেফতার ও জোরপূর্বক ফেরত পাঠানো আগের তুলনায় অনেক বেড়ে গেছে।’

আরেক শরণার্থী, মোহাম্মদ রেজা সাজিশ, জানান, ‘প্রতিদিনই ফেরত পাঠানো চলছে। আমরা এখন ঘরের বাইরে যেতে ভয় পাই।’

সম্মানের সঙ্গে ফেরত পাঠানো হবে

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি আবারও জানিয়েছেন, আফগান শরণার্থীদের সম্মানের সঙ্গে দেশে ফেরত পাঠানো হবে।

খাজা আসিফ বলেন, ‘যেভাবে আমরা তাদের সম্মানের সঙ্গে আতিথ্য দিয়েছি, সেভাবেই এখন তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।’

মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেন, ‘সীমান্তে আগে যেসব অনাকাঙ্ক্ষিত আচরণ হতো, তা আর হওয়া উচিত নয়। যারা শরণার্থীদের জন্য সমস্যা তৈরি করছে, তাদের থামাতে হবে এবং সীমান্তে আরও প্রস্থানপথ খোলা দরকার।’

রাজনীতি নয়, মানবিক দৃষ্টিকোণ জরুরি

অভিবাসী অধিকারকর্মী মোহাম্মদ খান তালিবি মুহমান্দজাই বলেন, ‘আফগান শরণার্থী ইস্যুতে রাজনৈতিক স্বার্থ জড়ানো উচিত নয়। পাকিস্তান সরকার যেভাবে নতুন সংকট তৈরি করছে এবং সীমান্তে জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে, তা বন্ধ হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক সংস্থাগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে।’

এর আগে আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আফগান শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবাসন ও বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির পরিপন্থি।

 

 

আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/দুপুর ২:২৩

▎সর্বশেষ

ad