
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোরে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, গত মঙ্গলবার ভোরে আফগানিস্তানে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়াও, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় উত্তর আফগানিস্তানে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা চতুর্থ ভূমিকম্প এবং ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্প।
সূত্র: ইউওন নিউজ
আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/দুপুর ১:৪০






