ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বিলাসী না হয়ে মানবিক হতে চান এই ভারতীয়

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ - ০৯:১৯:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : একটা সময়ে খেলাধুলা ছিল শখের বিষয়। খেলাধুলায় পেশাদারিত্ব আসার পর পাল্টে গেছে খেলোয়াড়দের লাইফস্টাইল। এশিয়ায় এখন সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। আর বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছে ভারত। ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা বছরে কোটি কোটি টাকা আয় করে থাকেন। যে কারণে এমন অনেক তারকা আছেন; যারা লাখ লাখ টাকা খরচ করে দামি ব্রান্ডের ঘড়িসহ বিভিন্ন জিনিস পত্র ব্যবহার করে থাকেন। এসব বিলাসিতা পছন্দ নয় ভারতীয় তারকা বরুণ চক্রবর্তীর। 

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই তারকা সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের লাইফস্টাইল নিয়ে খোলামেলা কথা বলেছেন। বরুণ চক্রবর্তী বলেছেন, ‘আমি অভাব দেখেছি। ফিক্সড ডিপোজিট ছাড়া আমি কোথাও টাকা জমাতে পারিনি। আমার মানসিকতা এখনো মধ্যবিত্ত। অর্থ কত শক্তিশালী, তা আমি জানি। কোনো কিছু খুব শক্তিশালী হলে তার পূর্ণ সদ্ব্যব্যহার করতে হয়। আমার মনে হয়, টাকা দিয়ে নিজের লাইফস্টাইল পরিবর্তনের চেয়ে আপনি অন্য কারও জীবন পরিবর্তন করতে পারেন। এটা আরও বেশি শক্তিশালী। অনেক বেশি খরচ করলে আমার নিজেকে দোষী মনে হয়। আমি যদি ৩০ বা ৪০ লাখ রুপির ঘড়ি কিনি, সেই টাকা দিয়ে কারও দুই বা তিন পুরুষের জীবন পরিবর্তন করা যায়।’

২০২৪ সালের আইপিএল বরুণ চক্রবর্তীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে । সেবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত বোলিং করা বরুণ সুযোগ পান জাতীয় দলে। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বরুণ আরও জানান, ‘একটা ঘড়ি কিনেছিলাম, যেটার দাম তিন লাখ বা এর আশপাশে। এটা আমাকে ভেতর থেকে শেষ করে দিয়েছে। আমি জানি, কিছু মানুষ আছে, যারা ব্যয়বহুল জিনিস কিনতে পছন্দ করে। আসলে আমি যাদের সঙ্গে বড় হয়েছি, তাদের অনেকে খাবার ডেলিভারি দেয় বা এ ধরনের কাজ করে। এসব পরে আমি ওদের সঙ্গে সাক্ষাৎ আমি কল্পনাও করতে পারি না। মনে হয়, ওদের অসম্মান করছি। আমি এভাবে ভাবি, কাউকে বিচার করছি না।’

ভারতের তিন গ্রেট ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি কোথায় আলাদা এমন প্রসঙ্গে বরুণ বলেছেন, ‘রোহিত শর্মার কথা বলতে গেলে বলতে হবে তিনি খুব কৌশলী। তিনি এমনটা বলেন, এটা করার চেষ্টা করো, পুরোনো বলে বল করো, আরও বেশি বাঁক পাওয়া যাবে, এসব কিছু।

বিরাট কোহলি শুধু আপনাকে মন থেকে অনুপ্রাণিত করবে এবং ভেতরে সাহস ও শক্তি জোগায়। পরিস্থিতি যতই অসম্ভব মনে হোক না কেন, শুধু জয়ের জন্য চেষ্টা করো। তিনি (কোহলি) সেই শক্তি নিয়ে আসেন। ধোনি, আমাকে শুধু এটুকুই বলেছিলেন যে শুধু মৌলিক কাজগুলো সঠিকভাবে করো। চাপের মধ্যে প্রত্যেকেই আলাদা কিছু, অপ্রত্যাশিত কিছু করার চেষ্টা করে, কিন্তু শুধু মৌলিক কাজগুলো করার কথা ভাবো, আর তুমি সফল হবে। তাতে বেশির ভাগ ক্ষেত্রেই তুমি সফল হবে।’

বিলাসি জীবন-যাপনের চেয়ে ক্যারিয়ারে উন্নতির বিষয়ে বেশি সচেতন বরুণ চক্রবর্তী। তিনি বলেন, ‘আমি এখন দাবা অনুসরণ করি। যখন গুকেশ চ্যাম্পিয়নশিপ জিতল, সে বলেছিল আমি এখন হয়তো বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু সবাই জানে ম্যাগনাস কার্লসেন এক নম্বর খেলোয়াড়। তাই আমি হয়তো এক নম্বর র‍্যাঙ্কিংধারী বোলার, কিন্তু এক নম্বর সব সময়ই জাসপ্রীত বুমরাহ। সুনীল নারাইন, রশিদ খানরা আছেন। আমি ভালো করছি, কিন্তু সেই পর্যায়ে পৌঁছানোর জন্য এখনও কিছুটা সময় বাকি।’

 

 

আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/রাত ৯:১৪

▎সর্বশেষ

ad