ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

‘অন্তর্যামী’ সিনেমা দিয়ে ফিরছেন মাহিয়া মাহি

Anima Rakhi | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ - ১০:০৬:৪৯ পিএম

বিনোদন ডেস্ক : একটা সময় সিনেমায় অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়েন ঢালিউডের তারকা মাহিয়া মাহি। এর পর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সিনেমা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন এই ঢালিউড তারকা। সর্বশেষ চলতি বছরের জুনে চুপিসারে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাহিয়া মাহি।

তবে এবার ‘অন্তর্যামী’সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে আবারও প্রত্যাবর্তন হতে যাচ্ছে মাহিয়া মাহির। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। মাহির ফেরার খবর জানিয়েছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

এই সিনেমাটিতে কোন নায়ক থাকবে না জানিয়ে আব্দুল আজিজ বলেন,‘অগ্নি ২’সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’এর গল্প। পুরো সিনেমাটি মাহি ও একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’-র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু করব এবং সে বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেবো।

জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে এর শুটিং হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে। এখানে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এর আগে ‘বুবুজান’ ছবিতে দেখা গেছে তাকে।

কিঅনিমা/১৫ অক্টোবর ২০২৫,/রাত ১০:০৬

▎সর্বশেষ

ad