ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ভিন্নমত থাকলেও ঐকমত্যে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব : আলী রীয়াজ

Ayesha Siddika | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ - ০৮:০৮:১২ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকের শুরুতে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত রয়েছেন।

আলী রীয়াজ বলেন, ‘সব বাধা বিপত্তি পেরিয়ে রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার প্রতিফলন হিসেবে আগামী শুক্রবার জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করতে পারবো। প্রত্যেক দলের প্রতিনিধিরা যাতে স্বল্প সময়ের মধ্যে স্বাক্ষর করতে পারেন সেই ব্যবস্থা নেয়া হয়েছে।’
 
গতকাল থেকে বিভ্রান্তি ও কিছু তথ্য এদিক সেদিক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে অনেক রাজনৈতিক দলের নেতা এবং সাংবাদিকরা আমদের সঙ্গে যোগাযোগ করেছেন। জুলাই সনদ নিয়ে আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে।’
 
আলী রীয়াজ বলেন, ‘সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশনামাগুলো দিয়েছিল। রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ৮৪টি বিষয়ে ঐকমত্য তৈরি করতে পেরেছি আমরা। এর মধ্যে কিছু কিছু নোট অব ডিসেন্ট রয়েছে, যেগুলো জুলাই সনদে সুস্পষ্টভাবে উল্লেখ থাকছে।
সেইসঙ্গে কী কারণে ভিন্নমত সেটাও উল্লেখ থাকবে। যাতে ভবিষ্যতে একটি রাজনৈতিক দলিল হিসেবে যারা এটি ব্যবহার করবে, তারা দেখতে পারবে- কোথায় কোথায় রাজনৈতিক দল একমত ছিল, কোথায় নোট অব ডিসেন্ট ছিল, কোথায় ভিন্নমত ছিল এবং কী প্রস্তাবগুলো পরবর্তী সময়ে কীভাবে বাস্তবায়ন করেছে।’      
 
জুলাই সনদ বাস্তবায়ন শুধু অনুষ্ঠানে নয়, এর পরেও বিভিন্নভাবে যেন প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দেয়া যায় সেই চেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানান কমিশনের সহ-সভাপতি।
 
তিনি বলেন, ‘সরকারের কাছে অনুরোধ থাকবে, তারাও যেন জুলাই সনদ সবার কাছে পৌছে দেয়ার ব্যবস্থা করে। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এক অভূতপূর্ব পক্রিয়ার মধ্য রাজনৈতিক দলগুলো যে অঙ্গিকারে পৌঁছেছে, তার রূপ কী, রাষ্ট্রে ভবিষ্যৎ পথরেখা কী এবং বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হচ্ছে তা নাগরিকরা সব সময় নজর রাখতে পারবে।’  
 
রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে ধারা তৈরি হয়েছে, তা অব্যাহত থাকবে এই বিশ্বাস ঐকমত্য কমিশনের রয়েছে। দলগুরোর মধ্যে ভিন্নমত থাকবেই, তা স্বত্বেও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব।’

 

 

আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad