
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের বিপক্ষে নান্দনিক পারফরম্যান্সে সুখবর পেলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১১ উইকেট শিকার করে ওয়ানডে বোলারদের তালিকায় এক নম্বরে রশিদ খান। অলরাউন্ডারদের র্যাংকিংয়েও শীর্ষে উঠেছেন আফগান ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটসম্যানদের মধ্যে দুইয়ে উঠেছেন ইবরাহিম জাদরান।
২০২৪ সালের নভেম্বরে বোলারদের র্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন রশিদ খান। প্রায় এক বছর পর আবারও শীর্ষে ফিরলেন। রশিদ খানের রেটিং পয়েন্ট এখন ৭১০। দ্বিতীয় স্থানে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার তারকা কেশব মহারাজ।
সিরিজ তিন ম্যাচে ২৩, ৯৫ ও ৯৫ রান করে সিরিজ সেরা ইবরাহিম জাদরান আছেন ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে দ্বিতীয় পর্যায়ে। আফগান এই ব্যাটসম্যান র্যাংকিংয়ে এগিয়েছেন ৮ ধাপ। আফগানিস্তানের কোনো ব্যাটসম্যানের জন্য এটিই সর্বোচ্চ অবস্থান।
অলরাউন্ডার র্যাংকিংয়েও এসেছে পরিবর্তন। আজমতউল্লাহ ওমরজাই পেছনে ফেলেছেন সিকান্দার রাজাকে। ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এক নম্বরে থাকার পর রাজা সেই জায়গা হারিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ৭ উইকেট ও ৬০ রান করে আবারও শীর্ষে ফিরেছেন আজমতউল্লাহ।
আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৪