ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে দুই আফগান

Ayesha Siddika | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ - ০৫:২২:০৭ পিএম

স্পোর্টকস ডেস্ক : সিরিজজুড়ে বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার মূল কাজটা করেছেন রশিদ খান। ৩ ম্যাচের সিরিজে একটি ফাইফারসহ মোট ১১টি উইকেট নিয়েছেন। এই পারফরম্যান্স দিয়ে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার হয়েছেন তিনি। পাঁচ ধাপ উন্নতি হয়েছে তার, এখন রেটিং পয়েন্ট ৭১০। রশিদের উন্নতি হওয়ায় এক ধাপ করে অবনতি হয়ে কেশভ মহারাজ দুই, মহেশ থিকশানা তিন, জফরা আর্চার চার, কুলদীপ যাদব পাঁচ ও বার্নার্ড স্কোলজ ছয়ে নেমেছেন।

রশিদ দখলে নিয়েছেন ওয়ানডের শীর্ষ বোলারের জায়গা, তার সতীর্থ আজমতউল্লাহ ওমরজাই অলরাউন্ডারদের। ৩৩৪ রেটিং পয়েন্টওয়ালা ওমরজাইয়ের এক ধাপ উন্নতি হওয়ায় দুইয়ে নেমেছেন সিকান্দার রাজা। ওমরজাই বাংলাদেশ সিরিজে ৬০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান করেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। সর্বোচ্চ ৯৫-সহ ৭১ গড়ে তিনি করেছেন ২১৩ রান। এই পারফরম্যান্স ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তাকে ৮ ধাপ এগিয়ে দিয়েছে। ইব্রাহিম চলে এসেছেন দুইয়ে, আগের মতোই শীর্ষে আছেন ভারতের শুভমান গিল।

হোয়াইটওয়াশের সিরিজ শেষে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তানভীর ইসলাম ২৭ ও তানজিম সাকিব ২৪ ধাপ এগিয়েছেন। সাকিব অবস্থান করছেন ৬৭ নম্বরে, তানভীর ৯৭-এ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ; এদের সবার অবনতি হয়েছে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তাওহীদ হৃদয় ৭ ধাপ এগিয়েছেন, নাজমুল হোসেন শান্ত পিছিয়েছেন ১২ ধাপ। তারা যথাক্রমে ৪২ ও ৪৩ নম্বরে রয়েছেন। মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন ৫ ধাপ। জাকের আলী ১৭, লিটন দাস ৮, সৌম্য সরকার ৭, তানজিদ হাসান ৯ ধাপ পিছিয়েছেন।

 

 

আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৪৩

▎সর্বশেষ

ad