ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নওগাঁর ধামইরহাটে জাল দলিল তৈরি করে জমি বিক্রির চেষ্টা; চার প্রতারক আটক

Ayesha Siddika | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ - ০৬:৫৮:৪৫ পিএম

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করে জমি বিক্রিয় চেষ্টার অভিযোগে চার প্রতারককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা চার জন সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ ছিলেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এরআগে গতকাল সোমবার বিকেলে ধামইরহাট সাব রেজিস্ট্রার অফিসে জাল দলিল তৈরি করে জমি বিক্রির ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- উপজেলার ধামইরহাট ইউনিয়নের রুপনারায়ণপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. মনসুর রহমান (৩২), আলমপুর ইউনিয়নের চকতিলন গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে রুহুল আমিন (৩৪), আমাইতাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৫৫) ও তার ছেলে রেজওয়ান হোসেন (২৮)।

উপজেলা সাব রেজিষ্ট্রার মাহবুবা মনির মিশু জানান, প্রতারক আসামিদের দাখিলকৃত দলিল ও সরকারি সকল কাগজপত্র যাচাইকালে প্রতারকদের প্রস্তুতকৃত দলিলটি রেজিস্ট্রি অফিস এজলাসেই জাল ও ভুয়া প্রামাণিত হওয়ায় তাদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে সোমবার রাতে উপজেলা সাব রেজিস্ট্রার নিজে বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, এঘটনায় থানায় মামলা হলে আসামীদেরকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

 

আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৫৩

▎সর্বশেষ

ad