ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পকে এখনই কৃতিত্ব দিতে নারাজ মামদানি

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ - ০৭:৪০:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনই কৃতিত্ব দেওয়া ‘খুব তাড়াতাড়ি’ হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার তিনি বলেন, এই প্রশংসা তখনই প্রাপ্য হবে যদি চুক্তিটি ‘টেকসই’ ও ‘দীর্ঘস্থায়ী’ প্রমাণিত হয়।

ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত মামদানি সাম্প্রতিক জরিপে নিউইয়র্কের মেয়র নির্বাচনে এগিয়ে আছেন। সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের উদ্দেশে বলেন, তিনি কোনো রাজনৈতিক সুবিধা চাইবেন না, তবে ‘নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় কমাতে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত’। সাম্প্রতিক কুইনিপিয়াক জরিপে তিনি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছেন বলে দেখা গেছে। মামদানির এই সতর্ক মনোভাব প্রতিফলিত হয়েছে ইসরাইল ও হামাসের পারস্পরিক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে। 

তিনি সাম্প্রতিক ফিলিস্তিনি হতাহতের ঘটনাগুলোর কথা উল্লেখ করে বলেন, ‘এই প্রাথমিক পর্যায়ে যখন মানুষ এখনো মরছে, তখন কোনো রকম উৎসব বা প্রশংসা প্রকাশ করা নিয়ে আমি সতর্ক থাকতে চাই।’ ফক্স নিউজের ওই সাক্ষাৎকারে মামদানির পররাষ্ট্রনীতি সম্পর্কিত বিতর্কগুলোও উঠে আসে। তিনি আবারও বলেন, নিউইয়র্ক শহরকে আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। এর আগে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও আইসিসির ওয়ারেন্ট প্রযোজ্য হওয়া উচিত, যদিও যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়।

হামাসের নিরস্ত্রীকরণ প্রসঙ্গে মন্তব্য থেকে বিরত মামদানি

রক্ষণশীল গণমাধ্যমগুলো জানিয়েছে, সাক্ষাৎকারে মামদানি হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানাতে অস্বীকার করেন। বরং তিনি জোর দেন যে, ‘সব পক্ষেরই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত।’

ফক্স নিউজের উপস্থাপক গাই বেনসন এক্স-এ লিখেছেন, ‘মামদানি ইহুদি রাষ্ট্র ধ্বংসের পক্ষে উগ্রভাবে প্রচার চালিয়েছেন, প্রচারণার শুরু থেকে এখন পর্যন্ত তাই করেছেন। কিন্তু এখন তিনি হামাস নিরস্ত্রীকরণ বিষয়ে কোনো মতামত দিচ্ছেন না, কারণ তা তার ‘‘জীবনযাত্রার ব্যয় কমানো’’ স্লোগান থেকে মনোযোগ সরিয়ে নেবে? হাস্যকর!’

অন্যদিকে, রিপাবলিকান কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইন (ফ্লোরিডা) আরও একধাপ এগিয়ে মামদানির বহিষ্কার দাবি করেছেন। এক্স-এ তিনি লিখেছেন, ‘মামদানিকে দেশ থেকে বের করে দিতে হবে। হয় তার বাবার উগান্ডার প্রাসাদে, নয়তো তার বন্ধুদের কাছে গাজায়—যেখানে যেতে চান, যান। কিন্তু তাঁকে এখান থেকে সরিয়ে দিন।’

 

 

আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৮

▎সর্বশেষ

ad