
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে নাইম খেলেছেন। হোয়াইটওয়াশ হওয়ার সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটিতে ২৪ বল খেলে করেন মাত্র ৭ রান। সংখ্যার চেয়েও বড় বিষয় হলো ব্যাটে-বলেই করতে পারছিলেন না তিনি। এটাই হয়তো তার বাদ পড়ার কারণ।
বাদ পড়েছেন নাহিদ রানাও। আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৮.২ ওভার বল করে ৫৬ রান দিয়েছিলেন তিনি। বিনিময়ে নিতে পারেননি একটি উইকেটও। সবশেষ সিরিজের দল থেকে পরিবর্তন এই দুটিই।
নাইম ও রানা বাদ পড়ায় দলে ঢুকেছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন। সৌম্য শেষবার ওয়ানডে খেলেছেন গত ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ওই ম্যাচে ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। এনসিএলে ৬ ম্যাচে ১৭৮ রান করেছিলেন তিনি।
গত বছর টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া অঙ্কন এবার ওয়ানডের দরজাও খুললেন। ৯৬টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪৪.৫৩ গড়ে ৩ হাজার ৪২৯ রান এই উইকেটরক্ষকের। ৪টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ২৮টি হাফসেঞ্চুরি। দলে উইকেটরক্ষক আছেন আরও দুজন—নুরুল হাসান সোহান ও জাকের আলী।
মিরপুরে তিন ম্যাচের সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর থেকে। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর। এরপর চট্টগ্রামে সমানসংখ্যক ম্যাচের টি-২০ সিরিজ।
বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), জাকের আলী অনিক (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামিম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও হাসান মাহমুদ।
আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ৮:০০