ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার এখনও সুযোগ আছে

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ - ০৭:৫০:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : চলছে নারীদের বিশ্বকাপ। টুর্নামেন্টে আজ চতুর্থ ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতে হারলেও এখনও সেমিফাইনালে খেলার সুযোগ আছে টাইগ্রেসদের সামনে।

৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তাদের একটি করে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

এছাড়া ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা তিন, ৪ পয়েন্ট নিয়ে ভারত চার ও ৩ পয়েন্ট নিয়ে কিউই মেয়েরা পাঁচ নম্বরে রয়েছে। বাংলাদেশের পর অবস্থান করছে যথাক্রমে শ্রীলঙ্কা (২ পয়েন্ট, পরিত্যক্ত দুই ম্যাচ) ও পাকিস্তান (১ পয়েন্ট)।

নিজেদের পঞ্চম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে অবশিষ্ট তিন ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। পরবর্তী দুই ম্যাচে প্রতিপক্ষ শ্রীলংকা (২০ অক্টোবর) ও ভারত (২৬ অক্টোবর)। দুটি ম্যাচই হবে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

তিন ম্যাচ জিতলে সেমির দৌড়ে টিকে থাকবে বাংলাদেশ। আর দুই ম্যাচে জয় এবং একটিতে হারলে শারমিন-নাহিদাদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দিকে।

বাংলাদেশ চাইবে এই দুই দল যেন তাদের প্রতিটি ম্যাচে জয় পায়। কিন্তু বাংলাদেশ বাকি তিন ম্যাচের দুটিতেই হারলে তাদের সেমির আগেই বিদায় নিতে হবে। দুই দলের দিকে তাকিয়ে থাকার পাশাপাশি ন্যূনতম ৬ পয়েন্ট পেতে হবে বাংলাদেশকে।

এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়েনি কোনো দলই। তলানিতে থাকা পাকিস্তানও এখনও কাগজে-কলমে টিকে আছে। তবে সেমিফাইনালের দৌড়ে সবচেয়ে ফেভারিট দুই পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা এবং ভারতও জোরেশোরে এগিয়ে আছে।

 

 

আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৫

▎সর্বশেষ

ad